Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

UGC and Government Approved

বিএইউএসটি-তে BAUST Career Carnival 2022 অনুষ্ঠিত

বিএইউএসটি-তে BAUST Career Carnival 2022 অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুরে ১০ নভেম্বর ২০২২ তারিখে ২য় বারের আয়োজিত হলো বিএইউএসটি ক্যারিয়ার কার্নিভাল ২০২২ পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক। বিএইউএসটি এর সম্মানীত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মোঃ লুৎফর রহমান (অবঃ) সকাল ১০ ঘটিকায় দিনব্যাপী এই কার্নিভালের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ক্যারিয়ার কার্নিভালে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ, মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিং, ব্র্যাক নেট, ভেনচুরা, মাজেন, সেকশন সেভেন, ইকু গ্রুপ, সিওয়াই মোল্ডিং এবং নোয়াহ অংশগ্রহণ করে। উদ্বোধন ঘোষণার পরে উপাচার্য মহোদয় বিভিন্ন কোম্পানির বুথ পরিদর্শন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। শিক্ষার্থীরা তাদের সিভি জমা দেয়া থেকে শুরু করে ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়ার সুযোগ ছিলো এই কার্নিভালে। এছাড়া প্রাণের রিক্রুটমেন্ট ম্যানেজার ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে একটি সেমিনার পরিচালনা করেন। চাকরিদাতা স্বনামধন্য কিছু বড় কোম্পানিকে একসাথে পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে। এধরণের আয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে শিক্ষার্থীরা মত প্রকাশ করে। বিকালে সমাপনী অনুষ্ঠানে উপাচার্য মহোদয় অনুষ্ঠানের স্পন্সর ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলিকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতিনিধিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে এরকম অনুষ্ঠান প্রতিবছরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। বিএইউএসটি ক্যারিয়ার কার্নিভাল ২০২২ এর টাইটেল স্পন্সর ট্রাস্ট ব্যাংক, বেভারেজ পার্টনার প্রাণ ফ্রুটো, স্ন্যাকস পার্টনার অল টাইম এবং হসপিটালিটি পার্টনার ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট। সময় টিভি ক্যারিয়ার কার্নিভালটি নিউজের মাঝে লাইভ করে। বিএইউএসটি ফটোগ্রাফিক আই এর সহযোগিতায় ক্যারিয়ার কার্নিভালের সার্বিক আয়োজনে ছিলো ক্যারিয়ার সোসাইটি অব বিএইউএসটি।