
Notice
:
|
|
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি পালন করেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২। সূর্যোদয়ের সময় উপাচার্য মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করেন। আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইউএসটি এর সম্মানীত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিঃ মোঃ লুৎফর রহমান (অবঃ)। সভায় মহান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানীত সেনাপ্রধানের বাণী পাঠ করে শোনানো হয়। অন্যান্য বক্তারা বাংলাদেশের ইতিহাস এবং অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরষ্কার প্রদান করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।