Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

Department of Electrical and Electronic Engineering (EEE)

বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত পিঠা উৎসবে ইইই বিভাগ প্রথম পুরস্কার অর্জন করেছে

বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত পিঠা উৎসবে ইইই বিভাগ প্রথম পুরস্কার অর্জন করেছে

গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, বিএইউএসটি-তে উদযাপিত হলো “বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী” ও “বসন্ত পিঠা উৎসব”। এ উৎসবে ইইই (EEE) বিভাগ অত্যন্ত গর্বের সাথে পিঠা স্টলের জন্য প্রথম পুরস্কার অর্জন করেছে। পুরস্কার প্রদান করেন মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, SGP, ndc, psc, te

স্টলটি পরিদর্শন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ:
মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, জিওসি (এরিয়া কমান্ডার), রংপুর।
ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, SGP, ndc, psc, te – ভাইস চ্যান্সেলর, বিএইউএসটি।
কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, PBGM, Sigs (LPR) – রেজিস্ট্রার, বিএইউএসটি।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অব.) – ট্রেজারার, বিএইউএসটি।

Notice