Notice :
 
TEAM BAUST: BAUSTian_Inventors at ICPC Congratulations to the Honorable Vice Chancellor Seminar on “Shedding Light on the Black Box: The Role of Explainability in Machine Learning” Seminar on “Building Innovation Ecosystem for Smart Bangladesh” CSE OBE Syllabus 2021

Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

Department of Computer Science and Engineering (CSE)

দিনব্যাপী “Linux Basic: A Gateway to be DevOps Engineer” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

দিনব্যাপী “Linux Basic: A Gateway to be DevOps Engineer” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটির আয়োজনে দিনব্যাপী “Linux Basic: A Gateway to be DevOps Engineer” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ২৯শে আগস্ট, মঙ্গলবার ড. এম,এ ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দিন, এনডিসি, পিএসসি, পিএইচডি, পিইঞ্জিনিয়ার (এলপিআর)।
উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলোঃ ১) সময় টিভি এবং ২) দৈনিক ভোরের বানী

workshop-banner

ওয়ার্কশপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মো. রাকিবুল হাসান, প্রিন্সিপাল ডেভওপস আর্কিটেক্ট, রবি আজিয়াটা কোম্পানি। ওয়ার্কশপের সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান, প্রফেসর ড. এস এম জাহাঙ্গীর আলম। ওয়ার্কশপটিতে আরও উপস্থিত ছিলেন সকল বিভাগের ডিন ও হেড গণ, প্রক্টর, রেজিস্টার এবং এক্সাম কন্ট্রোলার। ওয়ার্কশপটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন সিএসই শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
participants
vc-sir
লিন্যাক্স মূলত একটি OS karnel। কার্নেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের সেই অংশ যা ডিভাইসের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে সংযোগ স্থাপন করে। এই কার্নেলের আবিষ্কারক লিনাস টরভল্ডস এবং তিনি এটি ১৭ সেপ্টেম্বর ১৯৯১ সালে প্রথম প্রকাশ করেন। বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমনঃ উইন্ডোজ, ম্যাকওয়েস ইত্যাদি সহজলভ্য হওয়া সত্ত্বেও আমরা লিন্যাক্স ব্যবহার করি কারণ লিন্যাক্স ইউজারকে অপারেটিং সিস্টেম মডিফাই করার অনুমতি দেয়।
wwstd1
অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের চলমান Outcome Based Education (OBE) সিস্টেম এর লক্ষ্য অর্জনের জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। ওয়ার্কশপে আলোচনা করা হয় লিন্যাক্স কি, কেন ব্যবহার করা হয়, এর গ্রহণযোগ্যতা এবং একজন সিএসই শিক্ষার্থী কিভাবে লিন্যাক্স ব্যবহার করে ডেভেলপমেন্ট এবং ডেভওপস সেক্টরে উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে পারে। অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে সিএসই শিক্ষার্থী হলে শুধু ডেভেলপমেন্ট সেক্টরেই ক্যারিয়ার গড়তে পারবে, তবে প্রকৃতপক্ষে আরো অনেক সেক্টরেই সফল ক্যারিয়ার গড়ে তোলার যে সুযোগ আছে সে সম্পর্কে স্পিকার আমাদের বিস্তারিত ধারণা দেন।
seniorsall

তিনি আরো বলেন, ডেভেলপারদের জন্যও লিন্যাক্স প্রয়োজনীয় কারণ সফটওয়্যার কোম্পানিগুলোতে লিন্যাক্সের ব্যবহার অপরিহার্য। একজন ডেভেলপার চাইলে ডেভওপস সেক্টরে ও সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে। এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা লিন্যাক্সের ইন্টারফেস ও সিন্ট্যাক্স সম্পর্কে সাধারণ ধারণা পায়, ইন্ড্রাস্টিয়াল ভ্যালু সম্পর্কে জানতে পারে, বিভিন্ন ক্যারিয়ার সেক্টর সম্পর্কে জানতে পারে এবং লিন্যাক্স ব্যবহারের মাধ্যমে পেশাগত জ্ঞান উন্নয়ন করে বাস্তবিক জীবনে তার প্রয়োগ করতে পারে। যেহেতু লিন্যাক্সের বিচরণ সব ক্ষেত্রেই আছে, তাই এর কার্যকারিতা সম্পর্কে জ্ঞান আহরণ করা এবং ইন্ড্রাস্ট্রিয়াল সেক্টরে প্রয়োগ করা একজন সিএসই শিক্ষার্থীদের জন্য আবশ্যক। আর কম্পিউটার সায়েন্স যেহেতু খুবই পরিবর্তনশীল একটি ক্ষেত্র, আমাদের শিক্ষার্থীদের সব সময় ইন্ডাস্ট্রির সাথে সাম্প্রতিক টেকনোজলির বিষয়ে একটা যোগাযোগ রক্ষা করা আবশ্যক। এটাই ছিল আমাদের ওয়ার্কশপের মূল উদ্দেশ্য, যা যথাযথভাবে পূর্ণ হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক মোঃ আল-হাসান, সিএসই বিভাগ। ওয়ার্কশপ সম্পর্কে প্রফেসর ডঃ এস,এম জাহাঙ্গীর আলম বলেন, “এই ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করবে, ক্যারিয়ার সম্পর্কে জানাবে এবং ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হয় তা জানতে সাহায্য করবে।”
awardstd

অনুষ্ঠান শেষে মাননীয় উপাচার্য সবাইকে এরকম কার্যকরী ওয়ার্কশপ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান । তিনি সুদুর ঢাকা থেকে কষ্ট করে সময় দেয়ার জন্য অনুষ্ঠানের রিসোর্স পারসন রাকিবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সম্মাননা স্মারক প্রদান করেন ।

ভিডিওঃ
সময় টিভিতে প্রচারিত সংবাদে ওয়ার্কশপের একাংশ। 

Notice