![](https://baust.edu.bd/cse/wp-content/uploads/sites/2/2025/02/476159834_1014437247373649_1522752871600182527_n-1-960x1024.jpg)
Notice
:
|
|
৫ ফেব্রুয়ারি, ২০২৫ – BAUST Mechatronics and Robotics Club সফলভাবে Basic Robotics Workshop পরিচালনা করেছে Shaheed Mahmub Cantonment Public School, Kholahati-তে, যেখানে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া হয়।
বিভিন্ন শ্রেণির প্রায় ৬০ জন আগ্রহী শিক্ষার্থী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে। এখানে Arduino, ESP32 এবং Artificial Intelligence (AI)-এর ব্যবহার সম্পর্কে পরিচিতি দেওয়া হয়। শিক্ষার্থীরা Plant Automation System এবং Bluetooth-Controlled Car সহ বেশ কিছু প্রজেক্টে কাজ করার সুযোগ পায়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল স্কুল শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স এবং প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা, পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। ইন্টারেক্টিভ সেশন এবং বাস্তব জীবনের প্রযুক্তির ব্যবহার দেখে শিক্ষার্থীরা কোডিং, ইলেকট্রনিক্স ও অটোমেশন-এর মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পায়।
BAUST Mechatronics and Robotics Club প্রযুক্তি শিক্ষার প্রসার এবং তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আসন্ন ওয়ার্কশপ সম্পর্কে আপডেট পেতে BAUST Mechatronics and Robotics Club-এর সঙ্গে সংযুক্ত থাকুন।