Notice :
 
Proud moment for our students of BAUST! Seminar on “Shedding Light on the Black Box: The Role of Explainability in Machine Learning” Seminar on “Building Innovation Ecosystem for Smart Bangladesh” CSE OBE Syllabus 2021

Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

Department of Computer Science and Engineering (CSE)

বেসিক রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে

বেসিক রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে

আজ, ৬ ফেব্রুয়ারি ২০২৫, BAUST Mechatronics and Robotics Club-এর উদ্যোগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে Basic Robotics Workshop সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া হয়।

কর্মশালায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা Arduino, ESP32 ও Artificial Intelligence (AI)-এর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শিখতে পারে। শিক্ষার্থীরা Plant Automation System ও Bluetooth-Controlled Car-এর মতো প্রকল্পে কাজ করার সুযোগ পায়।

কর্মশালা পরিদর্শন করেন Principal Lt Col Syed Shafiul Islam Meraz, psc, G। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। Md. Sarwar Di Alam, Assistant Professor আমাদের এই ওয়ার্কশপ সফল করতে অনেক সহায়তা করেছেন।

ক্লাবের Chief Advisor Prof. Dr. S.M. Jahangir Alam-এর দিকনির্দেশনায় BAUST Mechatronics and Robotics Club এই কর্মশালাগুলো পরিচালনা করে। ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল A B M Humayun Kabir, SGP, ndc, psc- Sir কে তাঁর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। ইন্টারেক্টিভ সেশন ও বাস্তব জীবনের প্রযুক্তির ব্যবহার দেখে শিক্ষার্থীরা কোডিং, ইলেকট্রনিক্স ও অটোমেশনের মৌলিক ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করে।

BAUST Mechatronics and Robotics Club প্রযুক্তি শিক্ষার প্রসার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Notice