Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

Department of Computer Science and Engineering (CSE)

বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত পিঠা উৎসবে সিএসই বিভাগের গৌরবময় অর্জন

বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত পিঠা উৎসবে সিএসই বিভাগের গৌরবময় অর্জন

গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, বিএইউএসটি-তে উদযাপিত হলো “বিএইউএসটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী” ও “বসন্ত পিঠা উৎসব”। এ উৎসবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ অত্যন্ত গর্বের সাথে পিঠা স্টলের জন্য প্রথম পুরস্কার অর্জন করেছে।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল সিএসই বিভাগের চমৎকারভাবে সাজানো পিঠার স্টল “বসন্তের কুহুতান”, যা অতিথিদের মন জয় করে নেয়। স্টলটি পরিদর্শন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ:

মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, জিওসি (এরিয়া কমান্ডার), রংপুর।

ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, SGP, ndc, psc, te – ভাইস চ্যান্সেলর, বিএইউএসটি।

কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, PBGM, Sigs (LPR) – রেজিস্ট্রার, বিএইউএসটি।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অব.) – ট্রেজারার, বিএইউএসটি।

সিএসই বিভাগের এ অর্জনের পেছনে নিরলস পরিশ্রম করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষভাবে ধন্যবাদ সাদ আহমেদ, প্রভাষক এবং তার দলকে, যাদের অক্লান্ত পরিশ্রমে সিএসই বিভাগের স্টল সবার মধ্যে বিশেষ স্থান দখল করে নেয়। এছাড়াও ধন্যবাদ মুনিরা আক্তার মৌ, সিফা তাসমিয়া তিশা ও কাজী মাসরাফি রহমানকে, যারা তাদের সৃজনশীলতা ও নিষ্ঠার মাধ্যমে এই আয়োজনকে সফল করেছেন।

সিএসই বিভাগের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধ্যাপক ড. এস.এম জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান,সিএসই; যিনি দিকনির্দেশনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।

বিএইউএসটি পরিবার এই অর্জনকে উদযাপন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছে।

Notice