Notice :
 
Admissions are now open for upcoming Summer 2024 semester

Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur

Department of Civil Engineering (CE)

❤️🧡 পিঠা উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন – ২০২৪ 🧡❤️

❤️🧡 পিঠা উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন – ২০২৪ 🧡❤️


১৫-ই ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার বিএইউএসটি এর সেন্ট্রাল ফিল্ডে বিশবিদ্যালয় দিবস পালন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসব অনুষ্ঠান…

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা নিজ স্টল “পিঠা মহল” কে সাজিয়েছিল অপরূপ সাজে; সাজ সজ্জায় ছিলো পুরকৌশল বিভাগের ছোঁয়া, বিশেষত পদ্মা সেতুর একটি স্প্যান এর আদলে বানানো পিঠা রাখার টেবিল ছিল অন্যতম আকর্ষণ
সেই সাথে স্টলে ছিল হরেক রকম পিঠার বাহার
মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রি. জে. সানোয়ার উদ্দিন স্যার এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ব্রি. জে. মো: লুৎফর রহমান স্যার এর উপস্থিতিতে উদ্বোধন করা হয় আমাদের “পিঠা মহল” এর। অন্যান্য দপ্তর প্রধান, ডিন মহোদয় ও বিভাগীয় প্রধানগণের সাথে হরেক রকম পিঠার স্বাদ গ্রহণ করেন ভিসি স্যার এবং অতিথিবৃন্দ
পুরকৌশল বিভাগের আতিথেয়তায়ও মুগ্ধ হন তারা
পিঠা পরিবেশন, আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প-গুজব আর আড্ডায় জাকজমোকপূর্ণভাবে অতিবাহিত হয় পুরো সন্ধ্যা, সেই সাথে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের
দিনশেষে প্রত্যেক বিভাগের পিঠা উৎসব এর আয়োজন, উদযাপন ও আপ্যায়নসহ নানাবিধ বিষয় বিবেচনায় রেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে পুরকৌশল বিভাগের “পিঠা মহল” এবং সিএসই বিভাগের “বসন্তবৌরী” কে যৌথভাবে “বেস্ট স্টল” এর স্বীকৃতি দেওয়া হয়
উল্লেখ্য যে, গত ২০২৩ সালের পিঠা উৎসব অনুষ্ঠানেও পুরকৌশল বিভাগ ইংলিশ বিভাগের সাথে যৌথভাবে প্রথম হয়েছিল
এইবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা
এই স্বীকৃতির নেপথ্যে ছিলো পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, ডেডিকেশন, ক্রিয়েটিভ চিন্তাধারা এবং সম্মানিত বিভাগীয় প্রধান স্যার এর দিকনির্দেশনা

পুরকৌশল বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন



 

Notice